Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক্সিম ব্যাংকের আন্তর্জাতিক পদক অর্জন

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ‘আন্তর্জাতিক গোল্ডেন মেডেল ফর কোয়ালিটি অ্যান্ড সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছে। মেক্সিকোভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং অর্গানাইজেশন সম্প্রতি এই পদক প্রদান করেছে। ব্যাংকের পক্ষে পদক গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং অর্গানাইজেশন কর্তৃক নির্বাচিত ইউরোপ ও আমেরিকার খ্যাতিমান ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ সারাবিশ্ব থেকে প্রতি বছর এই পদকের জন্য ব্যবসায় অসামান্য অবদান, সেবার মান ও গুণাগুণ ইত্যাদি বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মনোনীত করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর এক্সিম ব্যাংককে স্বনামধন্য এই পদক প্রদান করা হয়। বৈশ্বিক অর্থনৈতিক জটিলতার মধ্যেও অগ্রগতি ও উচ্চমানসম্পন্ন সেবার ধারাকে অক্ষুণœ রাখতেই এই পদক প্রদান করা হয়ে থাকে। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক্সিম ব্যাংকের আন্তর্জাতিক পদক অর্জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ