Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে ক্যান্সার চিকিৎসা

লিনিয়ার এক্সিলেরেটর মেশিন উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

রেডিওথোরপির মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় বর্তমান বিশ্বে মেডিক্যাল লিনিয়ার এক্সিলেরেটর মেশিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনকোলজী বিভাগে যুক্তরাজ্য থেকে আমদানীকৃত সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্বলিত সর্বাধুনিক মেডিক্যাল লিনিয়ার এক্সিলেরেটর মেশিন স্থাপন করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ে এফ-বøকে প্রধান অতিথি হিসেবে লিনিয়ার এক্সিলেরেটর মেশিন-এর শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রো-ভিসি ডা. মুহাম্মদ রফিকুল আলম, প্রক্টর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যানের বক্তব্য রাখেন প্রফেসর ডা. সারওয়ার আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মানিত রেজিস্ট্রার ডা. এবিএম আব্দুল হান্নান।

জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত জনসাধারণের জন্য কাজ করে গেছেন। মুজিব শতবর্ষে বিশ্ববিদ্যালয়ে ক্যান্সারের রোগীদের সেবার জন্য লাইনাক মেশিন চালু করা হয়েছে। ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য একটি কোবল্ট-৬০ মেশিনও এই বিশ্ববিদ্যালয়কে দেয়া হবে। করোনা প্রসঙ্গে তিনি বলেন, ১৬২টি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। করোনা রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। বিদেশ ফেরতদের অবশ্যই সেলফ আইসোলেশনে থাকতে হবে। করোনা মোকাবেলায় কোয়ারেন্টাইনই সর্বোত্তম পদ্ধতি। চীন এই পদ্ধতিতে সফল হয়েছে। বিদেশ ফেরতরা এই নির্দেশ না মানলে তাকে জেলেও যেতে হতে পারে।

সভাপতির বক্তব্যে ডা. কনক কান্তি বড়–য়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও আর্থিক সহায়তা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা, নিজস্ব তহবিল থেকে অর্থের যোগান নিশ্চিত করাসহ যাথাযথ মনিটরিং এর কারণে সেন্টার অব এক্সিলেন্স খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে লিনিয়ার এক্সিলেরেটর মেশিন চালু করা সম্ভব হয়েছে। এটা হল মুজিব বর্ষে ক্যান্সার রোগীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ

৫ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ