Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আখাউড়া স্থলবন্দরে বন্ধ আমদানি রফতানি

ভ্রাম্যমাণ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করা হয়। এদিকে করোনাভাইরাসের সতর্কতা হিসেবে ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে আগেই যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দু’দেশের সরকার।

তবে ইতিমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন, তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়শনের সাধারণ সস্পাদক সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বন্দর দিয়ে ভারতে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগেই চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় রফতানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বন্দরের আমদানি-রফতানি বন্ধের নোটিশ ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছি। তবে বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও অন্যসব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ বলেন, বন্দরের বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে করোনাভাইরাসের সতর্কতায় স্বাভাবিক যাত্রী পারাপার বন্ধ আছে। তবে ইতিমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন, তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ