Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাপদাহের দিকে ধাবিত খরার চৈত্র

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দিন দিন তাপদাহের দিকে ধাবিত হচ্ছে খরার চৈত্র। আপাতত বৃষ্টি নেই। দিনের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাতের বেলার পারদ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা আরো বেড়ে হয়েছে টেকনাফে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার পারদ সর্বোচ্চ ৩১.৭, সর্বনিম্ন ২২.২ ডিগ্রি সে.। তবে রংপুর, রাজশাহী বিভাগ ও শ্রীমঙ্গলে রাত বা ভোর সকালে পারদ কিছুটা শীতল।

আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাস মতে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য হেরফের না হলেও এরপরের ৫ দিনে তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৈত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ