পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০০৯ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে বিশেষভাবে সক্ষম শিশুদের কল্যাণে বিভিন্নভাবে অবদান রাখছে। রোববার (১৫ মার্চ) অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে বার্জার পেইন্টস বিশেষ শিশুদের কল্যাণে নিয়োজিত বাংলাদেশের বিভিন্ন সংস্থাকে অনুদান প্রদান করে।
এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের বিভিন্ন শিল্পকর্মগুলো নিয়ে প্রদর্শনীরও উদ্বোধন করা হয় এদিন।
এ বছর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর কাছ থেকে অনুদান প্রাপ্ত সংস্থাগুলো হলোÑ সিড (সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অব দ্য ডিসেবলড), অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন, স্কলারস স্পেশাল স্কুল, প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, আলোকিত শিশু, তরী ফাউন্ডেশন- স্কুল ফর গিফটেড চিলড্রেন এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার। সংস্থাগুলোর প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিচালনা খরচ, বাড়িভাড়া ও ট্রেনিং সেন্টার ব্যয়, বিশেষভাবে সক্ষম শিশুদের সহায়ক সরঞ্জাম, বিশেষায়িত শিক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, শিক্ষা বাবদ খরচ এবং ক্যালেন্ডার ইত্যাদি খাতে সহায়তা দেয়া হচ্ছে।
বার্জার পেইন্টস ২০১১ সাল থেকে প্রতিবছর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিবছর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার এবারের আসরে দু’টি গ্রুপের ৬ জনকে পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতার ‘গ্রুপ এ’- তে ৬-১০ বছর এবং ‘গ্রুপ বি’- তে ১১-১৫ বছর বয়সী শিশুরা অংশ নেয়। অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন। প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং, মহসিন হাবীব চৌধুরী প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের অনুদান ও সার্টিফিকেট প্রদান করেন। প্রতিযোগিতার ‘এ গ্রুপে’ প্রথম স্থান অধিকার করেন বাপ্পি ত্রিপুরা, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মাশরুর আহমেদ আয়াজ ও ফাহিম ফয়সাল। ‘গ্রুপ বি’- এর বিজয়ীরা হলেন রেহিন আল সাহিব (১ম), মুন্নি (২য়) ও শান্তা আক্তার (৩য়)। প্রতিযোগিতার বিচারকগণ এই সময়ে উপস্থিত ছিলেন এবং তারা বিজয়ীদের হাতে উপহার তুলে দেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা রূপালী চৌধুরী প্রদর্শনীটির উদ্বোধন করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশুদের ১১৭টি চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে। অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে আগামী ১৩ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপরোক্ত কল্যাণমূলক সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।