Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকাশের লিংকে ক্লিক দিলেই চলে যায় টাকা : র‌্যাব

মোবাইল ব্যাংকিং জালিয়াত চক্রের মূলহোতা আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর বিভিন্ন মোবাইল ব্যাংকিং এজেন্টদের কমিশন দিয়ে গ্রাহকদের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রতারক চক্র। তারপর গ্রাহকদের ফোন করে অথবা এসএমএসের মাধ্যমে বিভিন্ন কোড ডায়াল করতে বলে ওই চক্রের সদস্যরা। আর সেই কোড ডায়াল করলে বা লিংকে ক্লিক করলেই গ্রাহকদের একাউন্ট থেকে প্রতারকদের কাছে টাকা চলে যায়। তবে ওই চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব। গতকাল দুপুরে র‌্যাব ৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর-১ এর ১৯ নম্বর রোডের ৩৩ নাম্বার বাসায় অভিযান চালিয়ে মো. সোহেল আহম্মেদকে (৩৬) আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিম কার্ড ও মাল্টি সিম গেটওয়ে ডিভাইসসহ মোবাইল জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি সিগন্যাল বুস্টার, তিনটি মডেম, বিপুল পরিমাণ সিমকার্ড ও অন্যান্য সরঞ্জামা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, সোহেল ২০১৭ সাল প্রতারণার কাজে জড়িত। প্রতারণার মাধ্যমে তিনি এখন পর্যন্ত বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। সোহেল একা নয়, সে তার চক্রের আরও ৪/৫ জনের নাম বলেছেন। তাদের নাম তদন্তের স্বার্থে এখন বলা যাবে না। আমরা অতি শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।

কিভাবে তারা প্রতারণা করতেন, এমন প্রশ্নের র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, কোনো গ্রাহক যদি মোটা অংকের টাকা লেনদেন করতেন, তাহলে সেই নম্বর ও তথ্য এজেন্টরা চক্রটিকে জানিয়ে দিতেন। তখন তারা মোবাইল ব্যাংকিং কোম্পানির নম্বর ক্লোন করে কল দিয়ে বলতেন- আমি মোবাইল ব্যাংকিংয়ের অফিস থেকে বলছি, আপনি যেই টাকা পাঠিয়েছেন বা এসেছে। সেই টাকা ভুল নম্বরে চলে গেছে। এমন সব ভুয়া কৌশল অবলম্বন করে গ্রাহকদের বিভিন্ন কোড ডায়াল করতে বলতেন অথবা তারা এসএমএস দিয়ে বিভিন্ন লিঙ্ক পাঠাতো। গ্রাহকরা সেই কোড বা লিঙ্কে ক্লিক করলেই প্রতারক চক্রের কাছে টাকা চলে যেত।



 

Show all comments
  • মোহাম্মদ রাকিবুল ইসলাম ফয়সাল ১৪ মার্চ, ২০২০, ১২:৪৯ এএম says : 0
    আমি ও এই খপ্পরের পাল্লায় পরছিলাম
    Total Reply(0) Reply
  • Faruque Mia ১৪ মার্চ, ২০২০, ১২:৪৯ এএম says : 0
    প্রথমেই এই ...দের হাত পা ভেঙে পঙ্গু করে দেয়া দরকার। তারপর অন্য বিচার।
    Total Reply(0) Reply
  • Abbas Ali ১৪ মার্চ, ২০২০, ১২:৫২ এএম says : 0
    স্যার রেপ আটক করছে ঠিক আছে তবে কোথায় যায় এই লোক গুলো আবার নতুন করে শুরু করে জনসমক্ষে ফাঁসি দেওয়াটা খুব জরুরী
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ১৪ মার্চ, ২০২০, ১২:৫৩ এএম says : 0
    এই সব মূলহোতাদের কঠিন কোনো শাস্তি না হওয়ার কারণে ক্রাইম দিন দিন বাড়ছে।
    Total Reply(0) Reply
  • নাসিম ১৪ মার্চ, ২০২০, ১২:৫৪ এএম says : 0
    দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নতুবা িএরা থামবে না।
    Total Reply(0) Reply
  • Akram Hossain ১৪ মার্চ, ২০২০, ৩:২৪ পিএম says : 0
    Last week I faced this situation and lost Tk. 2,611.70 Complained at bkash. Not yet get any result
    Total Reply(0) Reply
  • জুয়েল ১৪ মার্চ, ২০২০, ৭:২২ পিএম says : 0
    আমিও সেই প্রতারকের চক্করে পড়েছিলাম 50 হাজার টাকা হ্যাক করে নিয়ে যায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ