পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী দূষণের অপরাধে ‘এমটি আরজু’ নামে একটি অয়েল ট্যাংকারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
কর্ণফুলী নদীর মেঘনা অয়েল জেটির পাশে ডাঙার চর এলাকায় শনিবার রাতে ডিজেল বোঝাই ট্যাংকার আরজুর সঙ্গে মার্কেন্টাইল-১৯ এর সংঘর্ষ হয়। সংঘর্ষে আরজুর ৪ নম্বর ট্যাংকের পাশে গর্তের সৃষ্টি হয় এবং কর্ণফুলীতে তেল ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টহল দল জাহাজ দু’টি আটক করে ডাঙার চরে নিয়ে যায়। পরে কোস্টগার্ডের টহল দল ৬০ হাজার লিটার তেল আরেকটি ট্যাংকারে স্থানান্তর করে। এরপরও জাহাজ থেকে তেল নির্গমন হওয়ায় জাহাজটিকে জরিমানা করা হয়।
এদিকে রোববার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন পরিচালিত এক অভিযানে চারটি লাইটার জাহাজকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না রাখা, অতিরিক্ত পণ্য বোঝাইসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।