পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বন্ধুত্বের মধ্য দিয়েই একটি সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি বলেন, দেশে সকল শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মানুষের একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও প্রীতি থাকলে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, মানবিক বাংলাদেশ ও বন্ধুত্বের বাংলাদেশ নির্মাণ হবে। যেখানে হিংসা-দ্বেষ থাকবে না। সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবকরাই হচ্ছে রাষ্ট্রের সম্পদ।
আজ শুক্রবার ( ১৩ মার্চ) বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বার্ষিক সম্মেলন ও বন্ধুসভায় তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, সাম্প্রদায়িকতা জাতির শত্রু, সভ্যতার শত্রু, মানবতার শত্রু। বন্ধুত্বের শক্তিকে কাজে লাগিয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটি মানবিক ও সম্প্রীতির বাংলাদেশের জন্য।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ন্যাশলান ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুদের এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, দেশের উন্নয়নের তৎপরতা এগিয়ে নিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে হলে বন্ধুত্বের কোনো বিকল্প নেই। আমরা অনেক সময় আমাদের বাবা-মার কাছে অনেক কিছু শেয়ার করতে পারি না। কিন্তু একজন বন্ধুর কাছে বলতে পারি, শেয়ার করতে পারি। বন্ধুত্বের মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব।
তিনি আরও বলেন, আমরা যারা সম্প্রীতির চেতনা বিশ্বাস করি। আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এই তিন চেতনাকে বুকে ধারণ করে বন্ধুত্বকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। বন্ধুত্বের জয় হোক।
সম্মেলনে ২০২০ সালের জন্য পুনরায় রাহাত হুসাইনকে সভাপতি ও ইমরান হোসাইনকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।
সংগঠনের সভাপতি রাহাত হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেনঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, আবু হেনা মোস্তফা সাদেক, শাহ আলমসহ অনেক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।