পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফাল্গুন মাসের শেষ সপ্তাহ চলছে। বসন্ত ঋতু প্রায় মাঝামাঝি। ‘ঋতুরাজ’ বলা হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বসন্ত সেই আগের মতো সুস্থির-শান্ত নেই। বৈশি^ক উষ্ণায়নের ধাক্কায় বাংলাদেশেও বসন্ত কালে তৈরি হচ্ছে দুর্যোগের ঘনঘটা। গতকাল (রোববার) সন্ধ্যায় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে জানা গেছে, আগামী কয়েকদিনে প্রায় সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
তাপমাপক পারদ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে আগাম কালবৈশাখী ঝড়, টর্নেডো, বজ্রসহ ঝড়, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝটিকা বৃষ্টির সাথে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চলতি সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসেও তাপমাত্রা বৃদ্ধি এবং কোথাও কোথাও বৈরী আবহাওয়ার শঙ্কার কথা জানা গেছে।
আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এরপরের ৫ দিনে অর্থাৎ চলতি সপ্তাহের শেষে দিন ও রাতের তাপমাত্রা আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় এক মিলিমিটার ছাড়া দেশের কোথাও তেমন বৃষ্টি পড়েনি। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১.৭ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৪.৮ মিলিমিটার। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩০.৫ এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সে.।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের একটি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।