পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আত্মগোপনে থাকা রণধীর দাশগুপ্ত (৫৪) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থান করে অপরাধ কর্মকা- চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল দুপুর দেড়টায় নগরীর লালদীঘির পেট্রলপাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন জানিয়েছেন। কোতোয়ালি থানার সহযোগিতায় এ ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, রণধীর দাশগুপ্ত দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০০৮ সালে পরিচয় ও নাম গোপন করে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরার ওয়াসা সড়কের জেবল হোসেনের বাসার ঠিকানা উল্লেখ করে বাংলাদেশের ভোটার হন। যদিও তার পাসপোর্টে ঠিকানা উল্লেখ রয়েছেÑ৪/৪ বরিশা, কালীপদ মুখার্জী রোড, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।
বোয়ালখালী থানার অফিসার ওসি মো. সালাহ উদ্দিন বলেন, ‘রণধীরকে এর আগেও গ্রেফতার করে ভারতীয় পাসপোর্টসহ জব্দ করা হয়েছিল। তিনি ১৯৯৫ সালে ৫ দিনের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হলেও তিনি বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে বোয়ালখালীসহ বিভিন্ন স্থানে অবস্থান করে অপরাধ কর্মকা- করছিলেন। এ ব্যাপারে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক খায়রুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং তার বিরুদ্ধে থানায় ২টি মামলা, ১টি অভিযোগ ও ১ সাধারণ ডায়েরি রয়েছে বলেও জানান ওসি সালাহউদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।