Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিস টিভি’র সম্প্রচার বন্ধ

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৬ পিএম, ১০ জুলাই, ২০১৬

গুলশানে অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত : জুমা’র খুতবা ও বয়ান নজরদারি হবে
বিশেষ সংবাদদাতা : ভারতীয় টেলিভিশন চ্যানেল পিস টিভি’র সম্প্রচার বাংলাদেশে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া গুলশান এলাকায় অননুমোদিত স্কুল, কলেজ, হোটেল, রেস্তোরাঁও বন্ধ করতে বলা হয়েছে। গতকাল রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান।
আমির হোসেন আমু বলেন, প্রতি শুক্রবার জুমা’র নামাজের খুতবা ও বয়ান নজরদারি করা হবে। আর যারা খুতবা পড়াবেন, তারা যেন প্রকৃত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন, সে বিষয়টিও দেখা হবে। বৈঠকে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ও শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের কাছে জঙ্গি হামলার ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর যেসব সদস্য সক্ষমতা দেখিয়েছেন, তাদের ধন্যবাদ জানানো হয়েছে। তবে পুলিশের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক অস্ত্র দিতে হবে এবং তাদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলার ঘটনায় দায়ের হওয়া ৩৭টি মামলার মধ্যে কোনিও হোশি, সিজার তাবেলা হত্যাসহ ১৪টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়। বাকিগুলো তদন্তাধীন।
আমু বলেন, বৈঠকে জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মূলে সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। আর এটি করতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়াতে হবে। বিশেষ করে রপ্তানিকারক ও বিদেশি প্রতিষ্ঠান চাইলে তাদের নিরাপত্তা জোরদার করতে হবে।
বৈঠকে গুলশান এলাকায় অননুমোদিত স্কুল, কলেজ, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করতে বলা হয়েছে। শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, গুলশানের ‘রেসিডেনসিয়াল এরিয়ায়’ যত্রতত্র গড়ে ওঠা রেস্তোরাঁ, হসপিটাল, বিভিন্ন রকম স্কুল-কলেজগুলোকে তদারকির আওতায় আনা হবে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে এধরনের স্থাপনা যাতে গড়ে উঠতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। উইথাউট পারমিশনে যেগুলো হয়েছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
এ ছাড়া বৈঠকে গুলশান হামলার ঘটনায় সিএনএনের সম্প্রচারের কড়া সমালোচনা করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সদস্যরা মনে করেন, উদ্দেশ্যমূলকভাবে সিএনএন প্রায় দেড় দিন ধরে ওই ঘটনা প্রচার করেছে। তুরস্কে বিমানবন্দরে হামলার ঘটনা উল্লেখ করে আমু বলেন, এমন একটা হামলার পরও তারা ১০ মিনিটের বেশি তা সম্প্রচার করেনি। অথচ আমাদের গুলশানের ঘটনা সিএনএন সারাদিন সম্প্রচার করেছে। এটি আমাদের বুঝতে হবে। এ বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থে সব কিছু সম্প্রচার করবো না। দেশের মিডিয়াগুলোকে এক্ষেত্রে বুদ্ধি দেখাতে হবে।
আমু আরও বলেছেন, জঙ্গিরা ধর্মের নামে জঙ্গিবাদ করছে, অথচ তারা মসজিদে নববীতে হামলার মাধ্যমে ধর্মের মূলে আঘাত করেছে। এটি মেনে নেওয়া যায় না। তারা মসজিদে নববী তাওয়াফ করা নিয়েও ভুল ব্যাখ্যা দিয়েছে। জঙ্গিরা ধর্মের কেউ নয়।
সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা বাহিনী সময় মতো পারদর্শিতা দেখালে তাদের পুরস্কৃত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। গুলশান হামলার মতো যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং তাদের কার্যক্রমের ওপর এই পুরস্কার নির্ধারণ হবে।
আমির হোসেন আমু বলেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ দমন করতে চাই। এ জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি সামাজিক বিপ্লব গড়ে তোলা হবে।
বৈঠকে দেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সবরকম নিরাপত্তা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি সাধারণ বিনিয়োগকারীদের আরও বেশি নিরাপত্তার আওতায় আনা হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ কয়েকজন মন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেবে।



 

Show all comments
  • ইব্রাহিম ১১ জুলাই, ২০১৬, ১:০২ পিএম says : 0
    দেশ কোন দিকে যাচ্ছে..................... আল্লাহ ই ভালো জানে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিস টিভি’র সম্প্রচার বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ