Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ কোটি ডলার বিনিয়োগ করবে কোকা-কোলা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোমল পানীয়ের ব্র্যান্ড কোকা-কোলা। গতকাল মঙ্গলবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে নতুন এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানান কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস কুয়েনসি। একদিনের সফরে প্রথমবারের মতো গতকাল বাংলাদেশে এসেছেন কোকা-কোলার সিইও কুয়েনসি। তিনি জানান, এর আগে গত পাঁচ বছরে বাংলাদেশে ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে কোম্পানিটি। বাংলাদেশে এবং বাংলাদেশের জন্য ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগকে আমরা নিজেদের জন্য বড় সুযোগ হিসাবে দেখি। একই সঙ্গে আমরা প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নতিকেও স্বীকৃতি দিই। সিইও কুয়েনসির উপস্থিতিতে অনুষ্ঠানে ২০১৫ সালে চালু হওয়া উইমেন বিজনেস সেন্টার (ডবিøউবিসি ) কর্মসূচির নানা দিক তুলে ধরেন কোকা-কোলা বাংলাদেশের কর্মকর্তারা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোকা-কোলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ