পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকার উদ্যোগে হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহ.)র পবিত্র উরশ মোবারক যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গতকাল সোমবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদরাসা প্রাঙ্গণে বাদ ফজর হতে পবিত্র কোরআনসহ বিভিন্ন খতম অনুষ্ঠিত হয়।
ঢাকা আঞ্জুমানের চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদ উল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে খাজা বাবার জীবনী নিয়ে বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপ্যাল হাফেজ কাজী আব্দুল আলীম রিজভী, ভাইস প্রিন্সিপ্যাল আলহাজ্ব মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, হাফেজ মাওলানা মনিরুজ্জামান ও ডক্টর মাওলানা নাসির উদ্দিন।
বক্তাগণ বলেন, তিনিই সর্বপ্রথম উপ মহাদেশে ইসলামের আলো প্রজ্জলিত করে তার অনুপম আদর্শ ও আধ্যাত্মিকতা দিয়ে লাখ লাখ মানুষকে হেদায়েতের পথে এসেছিলেন। বক্তারা বলেন, আধ্যাত্মিকতা বাদ দিয়ে ইসলামের অস্থিত্ব ও বিজয় কল্পনা করা যায় না। তাই মহান ওলীর আদর্শ-চরিত্র অনুস্মরন করে ধন্য হওয়া আমাদের সকলের ঈমানী দায়িত্ব। বাদ জোহর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।