Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেয়ার নিয়ে ধাক্কাধাক্কি আমরা নিজেরাই নিজেদের শত্রু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ বলেছেন, সংগঠনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনব। এ লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আমার বাবা যুবলীগের প্রতিষ্ঠাতা। নানা কারণে যুবলীগের ইমেজ সঙ্কট তৈরি হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা আমাদের দায়িত্ব দিয়েছেন। যুবলীগকে একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে তৈরি করছি। 

গতকাল সোমবার নগরীর জামালখানের একটি কনভেনশন সেন্টারে বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ও যুবলীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় এ প্রতিনিধি সভা আয়োজন করা হয়। সভা শুরুর আগেই সামনে বসা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি হয়। শেখ ফজলে সামস পরশ বক্তব্যের সময়ও উচ্ছৃঙ্খল আচরণ করেন যুবলীগের কিছু নেতাকর্মী। পরে অনুষ্ঠানের সঞ্চালক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরশ বলেন, যুবলীগের পেছনে অনেকের ত্যাগ রয়েছে। আমাদের শত্রু এখন বিরোধী সংগঠন নয়, নিজেরা নিজেদের শত্রু। কর্মীদের প্রতি অনুরোধ- আপনারা যুবলীগের মান রক্ষা করবেন। আপনাদের কারণে যেন শেখ ফজলুল হক মণির হাতে গড়া যুবলীগের মাথা হেট না হয়। চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি।
এতে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীসহ যুবলীগের কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন। সভায় ১৫টি সাংগঠনিক জেলা ও তার আওতাধীন বিভিন্ন ইউনিটের প্রায় ৫০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগেই বসা নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের কেন্দ্রীয় নেতা পরিচয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো. শামীম সামনের সারিতে বসেন। মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু তাকে দুই সারি পেছনে বসতে অনুরোধ করলে তিনি মহিউদ্দীন বাচ্চুর সঙ্গে তর্কে জড়ান। এ সময় যুবলীগ নেতা আবু নাছের আজাদসহ কয়েকজন ওই নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ