Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বেসরকারি ডিপো ৭৮ ঘণ্টা পর ফের সচল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

নিয়োগপত্র দেয়ার আশ্বাসে ফের ৭৮ ঘণ্টা পর সচল হলো বেসরকারি ডিপো। কাজে যোগ দিয়েছেন কন্টেইনার ডিপোর প্রাইম মুভার, ট্রেইলার চালক ও শ্রমিকরা। গতকাল শনিবার বেলা ২টায় ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে। সকালে ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা শেষে ২১ দিনের মধ্যে সব ডিপোর গাড়িচালক ও শ্রমিকদের নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয় ট্রেইলার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে।
বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ।

বেতন বৃদ্ধি ও নিয়োগপত্রের দাবিতে গত বুধবার থেকে ধর্মঘট শুরু করে ১৯টি বেসরকারি ডিপোর কন্টেইনারবাহী গাড়িচালক ও সহযোগীরা। এতে বন্দর থেকে ডিপোতে আমদানি পণ্যভর্তি কন্টেইনার নেয়া এবং ডিপো থেকে বন্দরে রফতানি পণ্যভর্তি কন্টেইনার আনা বন্ধ হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেসরকারি ডিপো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ