Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানে নিহতের ঘটনায় চার রাষ্ট্রপ্রধানকে খালেদা জিয়ার সমবেদনার চিঠি

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইটালির প্রধানমন্ত্রী মাততেও রেনসিকে চিঠি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় এই চার দেশের নাগরিক নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়ে দেশগুলোর সরকার প্রধানকে এই চিঠি দেয়া হয়েছে। ঈদের একদিন আগে ঢাকায় অবস্থিত দেশগুলোর দূতাবাস ও হাই কমিশনের মাধ্যমে এ চিঠিগুলো পাঠানো হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপান ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশী, যাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলশানে নিহতের ঘটনায় চার রাষ্ট্রপ্রধানকে খালেদা জিয়ার সমবেদনার চিঠি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ