পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দিনাজপুর অফিস : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় আটক শাফিউল ইসলাম সোহানের বাড়িতে কেউ নেই। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেবীপুর গ্রামের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। আটক হওয়ার পর থেকেই পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেছে। সোহান ও তার পরিবার জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব সোহানের চাচাতো ভাই এনামুল হককে আটক করে র্যাব দিনাজপুর কার্যালয়ে নিয়ে এলে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে র্যাব বলেছে, তাকে জিঙ্গাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, আটক করা হয়নি।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শাফিউলদের মূল বাড়ি ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামে। গত ৫ বছর ধরে তিনি বসবাস করছেন রানীগঞ্জ বাজারের পাশ্ববর্তী দক্ষিণ দেবীপুর গ্রামে। তার বাবার নাম হাই প্রধান। পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। তিনি গত দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ে বিভিন্ন হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। মামলা দায়েরের ঘটনার পর থেকেই তিনি পুলিশের গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন। তার ছেলে সোহান বিরামপুর উপজেলার বিযুল মাদ্রাসার ছাত্র। দাখিল পাস করার পর থেকেই নিখোঁজ রয়েছেন। গত আড়াই বছর ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোহানও একাধিক মামলার আসামি বলে জানা গেছে। বাড়িতে থাকেন তার মা ও দুই বোন। ঘটনার দিন থেকে তারাও নিরুদ্দেশ হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।