পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহাগৌরবময় মেরাজের দিনটিকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি করেছেন বিশ্ব সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক মানববন্ধনে নেতৃবৃন্দ এই দাবি করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা শেখ রায়হান রাহবার। এতে আরো বক্তব্য রাখেন, আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরি, শেখ হানিফ, মাওলানা গোলাম সাদেক, মাইনুল বারি, এডভোকেট শাকের হোসেন, অধ্যাপক মারুফ উদ্দিন।
নেতৃবৃন্দ বলেন, গৌরবময় এই মহান দিনে মহান আল্লাহতাআলা প্রিয়নবী (সা.)কে সর্বোচ্চ নৈকট্যে উপনিত করে সাক্ষাত প্রদানের মাধ্যমে সমগ্র সৃষ্টিকে অসীম রহমত দান করেছেন। নেতৃবৃন্দ বলেন, আল্লাহতাআলার এই সাক্ষাৎ মুমিনদের জন্য অসীম রহমত ও সর্বোচ্চ শোকরিয়ার বিষয়।
নেতৃবৃন্দ বলেন, আগামী ২৬ রজব মেরাজুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির ঘোষণা যেমন ধর্মের প্রকৃত শিক্ষা সমুন্নত রাখতে সহায়ক হবে তেমনি এ মহান দিবসটিকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।