পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কাপাসিয়া উপজেলা সংবাদদাতা : বাড়িতে বাবার লাশ। চারদিকে কান্নাররোল। আত্মীয় পরিজন, প্রতিবেশী সকলেই বাড়িতে ভীড় জমিয়েছে। রাত পোহালেই এসএসসি পরীক্ষা। এমনই এক মর্মস্পর্শী অবস্থায় গতকাল সোমবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই চলতি এসএসসি পরীক্ষা দিল কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র নুরে আলম সিদ্দিকী সিয়াম (১৫)।
পরিবার সূত্রে জানাযায়, তার পরীক্ষা কেন্দ্র ছিল শহরের হরীমুঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তার পিতা মোঃ নাজিমুদ্দিন মাস্টার (৫৫) বরুন সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। সিয়ামরা ৩ বোন ১ ভাই। গত রোববার সকাল ১১টার দিকে মাদরাসায় কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে কাপাসিয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে রাত ৮টায় তিনি হাসপাতালে মারা যান। রাতেই তার লাশ কাপাসিয়া সাফাইশ্রী আদালত পাড়ার বাসায় নিয়ে আসা হয়। শোকে বিহ্বল বাড়িতে সিয়াম বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যায়। পরিবার ও এলাকাবাসি সিদ্ধান্ত নেয় সিয়ামের পরীক্ষার পরেই পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে সে কাপাসিয়া উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর ২টায় বাবার জানাযা নামাজে শরীক হয়। পরে কর্মস্থল বরুন সিনিয়র দাখিল মাদরাসা ও মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদিতে বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।