Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গোয়ালন্দে এখন ব্যস্ত সময় পার করছেন চাই ঘূর্ণি ও দোয়ারি শিল্পীরা

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা ঃ বর্ষার আগমনের সাথে সাথে নদীতে নতুন পানির সাথে বৃদ্ধি পেয়েছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের আনাগোনা। প্রতিটি মাছের পেটেই রয়েছে এখন ডিম। মা মাছ শিকারে এখন ব্যস্ত হয়ে পড়েছে জেলেরা। সেই সাথে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চাই, ঘূর্ণি ও দোয়ারি শিল্পীরা। মৎস্য বিভাগ যেন দেখেও দেখছে না কিছুই। গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ফরিদা পারভীন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে সচ্ছলতা আনতে স্বাভাবিক কাজের পাশাপাশি তৈরি করেন চাই, ঘূর্ণি ও দোয়ারি। প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার স্বামীকে দিয়ে বাজারে পাঠিয়ে বিক্রি করেন তিনি। সপ্তাহে ৫ থেকে ছয় শত চাই, ঘূর্ণি, বিক্রি করে যা আয় হয় তা দিয়ে ছেলের পড়াশোনা আর সংসারের খরচ চলে তার।
উজানচর ইউনিয়নে ফরিদা পারভীনের মত আরও ২ থেকে আড়াই শ’ পরিবার রয়েছে এ শিল্পের সাথে জড়িত। তারা জানিয়েছে এখন চাই, ঘূর্ণি ও দোয়ারি তৈরি করতে প্রয়োজনীয় সরঞ্জাম বাঁশ, সুতো কিনতে হয় মোটা অংকের টাকা দিয়ে। কিন্তু খরচ মিটিয়ে বর্তমানে আগের মত লাভ নেই। তাই এ শিল্প ত্যাগ করে অনেকেই অন্য পেশায় ঝুঁকছে।
মাছ শিকারীরা জানান চাই, ঘূর্ণি দিয়ে পদ্মার নতুন পানিতে তারা মাছ শিকার করেন। এতে দেশীয় প্রজাতির যেমন চিংড়ি, পুঁটি, টেংরা, পাবদাসহ নানা ধরনের মাছ তারা পেয়ে থাকেন। এ মাছ বাজারে বিক্রি করেন। এলাকাবাসী জানান, এই মা মাছ যদি না ধরা হয় তবে তিন মাস পর নদীতে প্রচুর মাছ পাওয়া যাবে যা রাজবাড়ীর মাছের চাহিদা মিটিয়ে অন্য জেলায় রপ্তানি করা সম্ভব হবে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রতিটি মাছের পেটেই ডিম থাকে। এই মা মাছ না ধরার জন্য জেলেদের বিভিন্ন প্রকার সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া জেলা প্রশাসনের সহযোগিতায় মাঝে মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ’ সদস্য নিয়োজিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোয়ালন্দে এখন ব্যস্ত সময় পার করছেন চাই ঘূর্ণি ও দোয়ারি শিল্পীরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ