Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীর রকিবুরের মৃত্যুদন্ড ৭ মার্চ পর্যন্ত স্থগিত

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ধর্ষণ শেষে হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত রাজশাহীর গোদাগাড়ীর রকিবুর ওরফে ওকিবুরের মৃত্যুদ- কার্যকরের আদেশ ৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। একই সঙ্গে রিভিউ আবেদন শুনানির জন্য ৭ মার্চ শুনানির দিন ধার্য করেন। গত বছরের ১৮ জানুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রকিবুরের মা ও নিকট আত্মীয়দের তার সঙ্গে সাক্ষাতের জন্য একটি চিঠি দেয়। ওই চিঠিতে বলা হয় যে, আগামী ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টা ১ মিনিটে রকিবুরের ফাঁসি কার্যকর করা হবে। এজন্য তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হলো। এই চিঠিপ্রাপ্তির পর ১২ মে আপিল বিভাগের দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন ওই আসামি। এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকারে ঘটনায় ২০০৪ সালের ৮ আগস্ট রকিবুরের মৃত্যুদ- দেন আদালত। ওই রায় বহাল রাখেন হাইর্কোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রকিবুর। হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত ১৮ জানুয়ারি পূর্ণাঙ্গ ওই রায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে রকিবুরের দ- কার্যকরের জন্য ওইদিন ধার্য করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোদাগাড়ীর রকিবুরের মৃত্যুদন্ড ৭ মার্চ পর্যন্ত স্থগিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ