পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইবি রিপোর্টার : বাসের সিটে বসাকে কেন্দ্র করে ইসলামী বিশ^বিদ্যালয়ে রবিউল ইসলাম নামের এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়েছে আব্দুল্লাহ আল মামুন ও তার সহযোগীরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার সময় বিশ^বিদ্যালয়ের বাসের সিটে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী মামুন ও রবিউলের মধ্যে কথা কাটাকাটি হয়। বাস ক্যাম্পাসে পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রেনীকক্ষে ঢুকে একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রবিউল ইসলামকে মারধর করে আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুন, দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়ন মিয়া, দাওয়াহ বিভাগের শাহজালাল ইসলাম সোহাগ, ফিন্যান্স বিভাগের বহিষ্কৃত ছাত্র সাদ্দাম হোসেন। মারতে মারতে তারা রবিউলকে শ্রেণীকক্ষ থেকে বের করে দেয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে রবিউল ইসলাম বলেন, ‘বাসের সিটে বসা নিয়ে মামুনের সাথে একটু কথা কাটাকাটি হয়। ক্যাম্পাসে এসে আমি আমার ডিপার্টমেন্টের ক্লাসরুমে থাকাবস্থায় মামুন তার কয়েকজন সহযোগীকে নিয়ে এসে আমাকে মেরে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় এত কিছু হবে আমি ধারণাও করিনি। ’এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি গিয়ে বাসের সিটে বসি, কিন্তু সে (রবিউল) আমার সাথে রাফ আচরণ করেন, এর প্রেক্ষিতে বাস থেকে নেমে আমার কয়েকজন সহপাঠীকে নিয়ে তার সাথে কথা বলতে গেলে কথা কাটাকাটি হয়েছে মাত্র।’ বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান বলেন, ‘এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।