Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানে নিহত বগুড়ার ২ জঙ্গির পরিচয় শনাক্ত

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মহসিন রাজু বগুড়া থেকে : রাজধানী ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজেন রেস্তরাঁয় হামলাকারীদের মধ্যে কমান্ডো হামলায় নিহতদের মধ্যে বগুড়ার বাঁধন ও আকাশ নামে যে দুজন হামলাকারীর নাম বাঁধন ও আকাশ বলে পুলিশ জানিয়েছিল তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে ।
এর মধ্যে গত রোববার পুলিশ বগুড়ার শাজাহানপুর থানার চোপিনগর ইউপির বৃ-কুষ্টিয়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে যেয়ে বাঁধন ওরফে খায়রুল ওরফে পায়েলের নিহত অবস্থার ছবি দেখিয়ে তার কাছে জানতে চায় এটি তার ছেলের ছবি কিনা? জবাবে আবুল হোসেন ও তার স্ত্রী পেয়ারা বেগম প্রথমে বিষয়টি অস্বীকার করে। পরে পুলিশ তাদের দু’জনসহ তাদের মেয়ে জামাইকেও আটক করে নিয়ে আসে। এরপর পুলিশ হেফাজতে বাঁধনের পরিচয় শনাক্ত করে জানায়, সে স্থানীয় বিহিগ্রাম মাদ্রাসায় লেখাপড়া চলাকালীন সময়ে হঠাৎ এক বছর আগে উধাও হয়ে যায়। সোমবার নিহত বাঁধনের বোন ও ভগ্নিপতিকে পুলিশ ছেড়ে দেয়। তবে আরও কিছু তথ্যের প্রয়োজনে বাঁধনের বাবা ও মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ।
অন্যদিকে প্রাথমিকভাবে আকাশ নামে নিহত ২য় যুবকের নাম শফিকুল ইসলাম উজ্জল বলে জানা গেছে। বগুড়ার ধুনট উপজেলার কৈয়াগাড়ী গ্রামের মোঃ বদিউজ্জামানের ছোট ছেলে সে। বদিউজ্জামান পুলিশকে জানান, উজ্জল এইচএসসি পাসের পর বগুড়া সরকারী আজিজুল হক কলেজে ভর্তি হয়। পরে সেখানে পড়ালেখা বাদ দিয়ে ঢাকার আশুলিয়া থানার শাজাহান মার্কেট এলাকায় মাদারী মাতব্বর কেজি স্কুলে শিক্ষকতার চাকরি নেয়। দুই বছর যাবত সে সেখানে শিক্ষকতা করছিল। ৬ মাস আগে সে একবার বাড়িতে এসে সবাইকে বলে, আমি বেশ কিছুদিনের জন্য চিল্লাই (তাবলীগ জামাতের কাজে) যাচ্ছি। তার পর থেকে সে আর ফিরে আসেনি। তিনি নিহতদের ছবি দেখে ঢাকায় যে ৬ জন জঙ্গি কমান্ডোদের গুলিতে মারা গেছে তাদের মধ্যে তার ছেলে উজ্জলও রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশকে।
এই বিষয়টি তদন্তের দায়িত্ব পালনকারী ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চানন দাস বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিকদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খায়রুল ও উজ্জল দু’জনই মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলে। জঙ্গী সংশ্লিষ্টতা ছাড়া তাদের বিরুদ্ধে অন্য কোন অপরাধের রেকর্ডও পুলিশের কাছে নেই। অবশ্য বাঁধন ওরফে খায়রুলের মত উজ্জলের বাবা বদিউজ্জামান ও মা আছিয়া খাতুনকে পুলিশ হেফাজতে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলশানে নিহত বগুড়ার ২ জঙ্গির পরিচয় শনাক্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ