পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদুল-ফিতর-এর পৃথক পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল মসজিদ, ঈদগাহ, খানকা, দরবার, স্কুল-কলেজ মাঠ এবং মাদ্রাসা ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঈদের জামাতের জন্য সুসজ্জিত করে প্রস্তুত করা হয়েছে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানকে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। প্রেসিডেন্ট, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মন্ত্রী সভার সদস্যবৃন্দ, বিদেশী কূনৈতিকসহ সর্বস্তরের মুসল্লিগণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নিবেন। এছাড়া মহিলাদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা রয়েছে। জাতীয় ঈদগাহের সার্বিক বিষয়গুলো দেখাশোনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। তৃতীয় ঈদ জামাত ৯টায়, চতুর্থ ঈদ জামাত সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মহাখালিস্থ মসজিদে গাউছুল আজম ৪টি পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদে গাউছুল আজমে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে।
৭টায় জামাত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
সাড়ে ৭টায় জামাত
গোপীবাগ জামে মসজিদ, সায়েদাবাদ আরজু শাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনী রসূলবাগ জামে মসজিদ, চকবাজার ইসলামবাগ ঈদগাহ ময়দান,বরগুনা বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ড বেতাগী সিকদার বাড়ী জামে মসজিদ।
পৌনে ৮টায় জামাত
উত্তর-পূর্ব মুগদা মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠ।
৮টায় জামাত
ধানমন্ডি ঈদগাহ ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, মোহাম্মদপুর শেরশাহ সুরী রোড বায়তুল ফালাহ জামে মসজিদ, গেন্ডারিয়া ধূপখোলা মাঠ, ঢাকা রেলওয়ে স্টেশন প্লাটফরম, ডেমরার পূর্ব বক্সনগর ঐতিহাসিক দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা জামে মসজিদ, নারায়ণগঞ্জ চাষাড়া ঈদগাহ ময়দান, শ্রীনগর তন্তর পুরাতন জামে মসজিদ, ব্রা²নখোলা মালিবাগান জামে মসজিদ, দক্ষিণ কেরাণীগঞ্জ মিরেরবাগ বালুরচর জামে মসজিদ, ইকুরিয়া ঈদগাহ ময়দান, কেরাণীগঞ্জ দক্ষিণ ধর্মশুর ঈদগাহ ময়দান, রুহিতপুর বাজার জামে মসজিদ, মুগারচর ফজলুলুল উলুম কারিমীয়া মাদরাসা ময়দান, জিনজিরা ঈদগাহ ময়দান, ফতুল্লা উত্তর নরসিংপুর হাজী শরীয়াত উল্লাহ তাহফিজ আল-কুরআনুল কারীম মাদরাসা ময়দান, শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, দারুস সালাম রোড কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ, লালবাগ মুন্সি মিয়াজান জামে মসজিদ।
সাড়ে ৮টায় জামাত
নীলক্সেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদ, গোপীবাগ জামে মসজিদ, গাজীপুর বসুগাঁও মীরবাড়ি ঈদগাহ ময়দান, লালবাগ খানকাহ আবুল উলায়া সাত রাওজা ঢাকা দরবার শরীফ, সায়েদাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, চকবাজার ইসলামবাগ ঈদগাহ ময়দান, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনী রসূলবাগ জামে মসজিদ।
৯টায় জামাত
নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদগাহ মাঠ, যাত্রাবাড়ী মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া।
সোয়া ৯টায় জামাত
চকবাজার ইসলামবাগ ঈদগাহ ময়দান।
সাড়ে ৯ টায় জামাত
সায়েদাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, যাত্রাবাড়ী মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া।
১০টায় জামাত
নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদ।
পৌনে ১১টায় জামাত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের
জামাত সকাল সাড়ে ৮টায়
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। তবে বৈরি আবহাওয়া হলে একই সময় ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন জামেয়া ইউনুছিয়া মাদ্রাসর মুফতি মাও. শামসুল হক। এছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের হাসপাতাল মসজিদ ময়দানে, টেংকের পাড় ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ, ভাদুঘর ফাটা পুকুরপাড় ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ ময়দান, গোকর্ণ লঞ্চ ঘাট ঈদগাহ ময়দান, কাউতলী স্টেডিয়াম সংলগ্ন মাঠে পৃথক পৃথক ঈদের জামাত পৃথক সময়ে অনুষ্ঠিত হবে।
গফরগাঁওয়ে ঈদের জামাত
গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈমাম বাড়ি ঈদগাহ মাঠে সকাল ১০টার দিকে। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে রেল স্টেশন জামে মসজিদ, রোস্তম আলী গোলন্দাজ হাইস্কুল মাঠে সকাল ১০টা, গফরগাঁও পুরাতন বাস স্টেশন (গ্যাস অফিস সংলগ্ন) সকাল ১০টা, গফরগাঁও আলহাজ আবুল ফজল ইটখলা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টা, শিলাসী রেলপাড় জামে মসজিদ সকাল সাড়ে ১০টার ও গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদ্রাসা সংলগ্র কাজীবাড়ি জামে মসজিদে সকাল ১০টার দিকে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।