পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল সোমবার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেনের ব্যক্তিগত উদ্যোগে চারশতাধিক অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন।
ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল কবীর চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধ সংসদের দপ্তর সম্পাদক কামাল পাশা, মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, ইব্রাহিম মাস্টার, মুনসুর মাস্টার, জয়নাল আবেদীন, আব্দুল কাদের প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।