পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, সরকার জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। ভোট চোর সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
গতকাল শুক্রবার বেলা ২টায় রাজধানী গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন।
দলের সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ির সভাপতিত্বে এবং মাওলানা জয়নুল আবেদীন ও মুফতি নাসির উদ্দীন খানের যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা জহিরুল হক ভূঁইয়া, সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাসিক মদিনার সম্পাদক মাওলানা আহমদ বদরুদ্দিন খান, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল বাছির, প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আফজাল রহমানী, মাওলানা বশির আহমাদ, মাওলানা নাসির উদ্দিন মনির, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান।
সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি বলেছেন, অবিভক্ত ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ ইসলাম ও দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলাম রাজপথে সক্রীয় ভ‚মিকা পালন অব্যাহত রেখে আসছে। আল্লামা আব্দুর রব ইউসুফী বলেন, আজকের কর্মী সম্মেলন থেকে আগামী তিন বৎসরের মধ্যে এর চাইতে আরো কয়েক গুণ বেশি কর্মী নিয়ে ঢাকায় সম্মেলন করার শপথ নিয়ে দলের প্রতিটি কর্মীকে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে কর্মী সম্মেলন করতে না দেয়ায় সরকারের বিরুদ্ধে কয়েকজন বক্তা কঠোর সমালোচনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।