Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ২৭ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নবনির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠান হবে। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ মিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের বরাত দিয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুযায়ী সিটি কর্পোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা আছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হওয়ার তিন দিন পর ৪ ফেব্রুয়ারি বিজয়ী মেয়র ও কাউন্সিলদের নাম, ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র-কাউন্সিলর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ