পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি র্যালি করবে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আজ ঢাকায় দুপুর দুইটায় বিক্ষোভ মিছিল হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শেষ হবে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে। এরআগে ৮ ফেব্রæয়ারি একই দাবিতে আয়োজিত সমাবেশে ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশে বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপি মহাসচিব। এরপর গত বুধবার এক যৌথসভা শেষে তিনি বলেন, শনিবার নয়া পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আমাদের কেন্দ্রীয়ভাবে একটি বিক্ষোভ মিছিল হবে। আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণও মিছিলে অংশ নেবেন। আমরা দেশনেত্রীর মুক্তি চাই তাকে বাঁচাতে চাই। এটাই আমাদের প্রধান কাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।