Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরোহিতকে হত্যা প্রচেষ্টায় মামলা আটক ৩

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা ঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫০) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু বাদী হয়ে সাতক্ষীরা থানায় এ মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। প্রসঙ্গত ঃ গতকাল শনিবার ২ জুলাই ভোর রাতে ৬/৭জন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে তিনি ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরোহিতকে হত্যা প্রচেষ্টায় মামলা আটক ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ