Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদার স্বাস্থ্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫১ পিএম

খালেদা জিয়ার যে আর্থরাইটিসের সমস্যা তা বহুবছরের পুরানো সমস্যা। কিন্তু বিএনপির পক্ষ থেকে তার যেকোনো স্বাস্থ্য সমস্যাকে ফুলিয়ে ফাপিয়ে বড় করে বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, এই সমস্যা নিয়ে তিনি দুই বার প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলের নেতা হয়েছেন। ২০১৩, ২০১৪ সালের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের রেডিও ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালির শুরুতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘চিকিৎসকরা খালেদা জিয়াকে নিয়মিত চেকআপ করছেন। কারাগারের অন্ধকারের প্রোকোষ্ঠে না রেখে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তার সাথে তার পছন্দের গৃহপরিচারিকাকে রাখা হয়েছে।’

পরিবারের পক্ষ থেকে বেগম জিয়াকে প্যারোলে মুক্তি দিতে বলা হলেও বিএনপি এ ব্যাপারে কোন দাবি জানায়নি বলে এসময় জানান তথ্যমন্ত্রী।

দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বেতারের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘৭১ এ রেডিওতে প্রচারিত স্বাধীনতার গান সবাইকে উজ্জীবিত রাখতো।’

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ বেতার ও অন্যান্য বেসরকারি এফ এম চ্যানেলগুলোকে ভালো মানের অনুষ্ঠানের আয়োজন করতে হবে। যাতে করে তা উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ