পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। দেশের সাধারণ মানুষ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সম্মুখীন। জনগণের ভোটাধিকার আজ ভূলুন্ঠিত।
মানবিক মূল্যবোধ বলতে কিছু নেই। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চরম বিপর্যয়ের মুখে। মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, ইসলামই একমাত্র সামগ্রিক অধিকার নিশ্চিত করেছে। এজন্য সকলকে ইসলামে ফিরে আসতে হবে।
গতকাল বুধবার সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে সিএনজি অটোরিক্সা শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. মোফাজ্জল হোসেন নান্নু মুন্সির সভাপতিত্বে এবং হাজী আব্দুল হাইয়ের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, হাফেজ ছিদ্দিকুর রহমান, সৈয়দ ওমর ফারুক। কাউন্সিল অধিবেশনে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া অবিলম্বে মেনে নেয়ার জোর দাবি জানানো হয়।
এছাড়া, সন্ধ্যায় মারকাযুস সুন্নাহ ঢাকা বাংলাদেশ মুজাহিদ কমিটি বিমানবন্দর থানা শাখার উদ্যোগে বিমানবন্দরের আশিয়ান সিটি গেট সংলগ্ন অনুষ্ঠিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।