পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়া সান্তাহার পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ১৭ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর এলাকার পরিচ্ছন্নতা, সুন্দর্যবর্ধনের পরিকল্পনার ঘোষণাসহ নতুন কোন কর আরোপ ছাড়ায় সম্প্রতি পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এ বাজেট ঘোষণা করেন। ১ কোটি ২৯ লক্ষ ৩৬ হাজার ২০০ টাকা ঘাটতি দেখিয়ে প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষমাত্রা ৬ কোটি ৬০ লক্ষ ১৬ হাজার ২ শত টাকা ও উন্নয়ন খাতে ১১ কোটি ১৫ লক্ষ টাকা ধরা হয়েছে। পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি এস.এ.এম রফিকুন্নবি উপ পরিচালক স্থানীয় সরকার বগুড়া, বিশেষ অতিথী হিসেবে রেজাউল করিম উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পৌর সভার পৌর প্রকৌশলী রেজাইল ইসলাম, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জারজিস আলম রতন, ডাক্তার হামিদুর রহমান রানা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক গোলাম আমবিয়া লুলু এবং স্থানীয় গণমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।