Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের শীর্ষে রবি

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ বিশ্বসেরা সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের অনন্য স্বীকৃতি অর্জন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। অনলাইন বিশ্লেষণ প্রকাশক, বিশ্বজুড়ে পরিচিত প্রতিষ্ঠান ‘সোশ্যালবেকারস’ চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) জন্য রবিকে এই স্বীকৃতি দিয়েছে। এর আগেও রবি গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) একই স্বীকৃতি লাভ করেছিল। মোবাইল টেলিযোগাযোগ শিল্পে রবি যে ডিজিটালাইজেশনের দিক থেকে এগিয়ে রয়েছে এ ধরনের বৈশ্বিক স্বীকৃতি তারই প্রতিফলন। তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের র‌্যাংকিং হয়ে থাকে। এর মধ্যে সামাজিক যোগাযোগ প্লাটফর্মে কোম্পানির ফ্যান-ফলোয়ারের সংখ্যা, গ্রাহকের পোস্টের বিপরীতে কোম্পানির রেসপন্সের হার ও সময়; এখানে সময় বলতে রেসপন্স করার গড় সময়কে বোঝানো হয়। ‘সোশ্যালি ডিভোটেড’ ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পেতে হলে যেকোন ব্র্যান্ডকে ফেইসবুক অথবা টুইটারে কমপক্ষে ৬৫ শতাংশ গ্রাহকের প্রশ্নের রেসপন্স দিতে হয়। রবি তার অফিসিয়াল ফেইসবুক পেজ “রবিফ্যানজ”-এ ৬০ লাখেরও বেশী ফেইসবুক ফ্যানস ও গ্রাহকদের কমেন্ট বা পোস্টের রেসপন্স করতে গড়ে ১৫ মিনিট সময় এবং শতকরা ৯৯ দশমিক ৫৯ শতাংশ রেসপন্স রেট নিয়ে এই স্থান অর্জন করেছে। কোম্পানির প্রশিক্ষিত কর্মীরা সপ্তাহে সাতদিনই ২৪ ঘণ্টা সঠিকভাবে রেসপন্স করে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রাহক এবং ফ্যানদের সাথে সর্বদা যোগাযোগ বজায় রাখে। রবি বছরজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তার ফ্যানদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে। বিভিন্ন ডিজিটাল কর্মসূচীতে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রবিকে অনুপ্রাণিত করেছে। রবি-ই প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিটেকপ্রেমীদের জন্য ভার্চুয়াল রিয়ালিটি গেমস নিয়ে এসেছে। ভ্যালেন্টাইন ডে’তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “প্যারিসে ভার্চুয়ালসাইক্লিং ট্রিপ” নিয়ে চমৎকার উপস্থাপনাও নজরকাড়ে রবি। অনলাইন রেসপন্স রেটের নিয়মিত বেঞ্চমার্কিং ও কাটিং-এজ প্রযুক্তি গ্রহণ, টুলস ও টেকনিক রবিকে গেøাবাল চার্টের শীর্ষ অবস্থানে নিয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ড তাদের প্রতিযোগীদের চেয়ে ৩ দশমিক ৫ গুণ বেশি আন্তঃযোগাযোগ বজায় রাখে যা তাদের অনন্য ব্র্যান্ডে পরিণত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বে সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের শীর্ষে রবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ