Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় মুদি দোকান ও হোটেলে অভিযান জরিমানা

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভ‚মি) মোছা. মোরশেদা খাতুন এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত সম্প্রতি উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মমতা রাণী সাহা ও একদল পুলিশসহ পুরাতন বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মৃত হরিপদের পুত্র হিরেন চন্দ্রের মুদিখানার দোকানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জাতীয় সেমাই বিক্রির অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিক ভাবে মেয়াদ উত্তীর্ণ সেমাইগুলো ধ্বংস করে। এ ছাড়াও কালিপদ বসাকের পুত্র কমল বসাকের ভ্যারাইটি স্টোরে অভিযান চালায়। দোকানের ডিলিংক লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা জরিমানা ও তুফানুর হোটেলে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে ৬শ’ টাকা জরিমানা করে। জরিমানার টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুপচাঁচিয়ায় মুদি দোকান ও হোটেলে অভিযান জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ