পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা : ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। মধুখালী উপজেলার বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানই ক্রেতার ভিড়। বিভিন্ন দোকান ঘুরে নিজের পছন্দের পোশাকটি কিনতে চেষ্টা করছেন ক্রেতারা। বিভিন্ন বাহারি ধরনের ছোটদের পোশাকের পাশাপাশি রয়েছে বড়দের পোশাক। দোকানীদের সাথে কথা বলে জানা যায় এবার ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে কিরনমালা, বজ্রমালাসহ বাহারি নামের সব পোশাক। সাধ্যের মধ্যে ভালো জিনিসটি কিনতেÍ তাই একটু আগেই বাজারে এসেছেন অনেকেই। পছন্দের পোশাক পেলেও অনেকটা নাগালের বাইরে তবুও সেটা নিতে হবে। তার পরও জমে উঠেছে মধুখালীতে ঈদের বাজার। হাসি ফুটে উঠছে দোকানীদের মুখে- মনে হচ্ছে ঈদের বাজারের খড়া কাটতে শুরু করেছে ।
আলোকিত ত্রিশালের উদ্যোগে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে ‘আলোকিত ত্রিশাল’ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়েছে শত শত ছাত্র-ছাত্রী। সম্প্রতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকিত ত্রিশালের রূপকার ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু জাফর রিপন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. চাঁন মিয়া, মঠবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মÐল, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক অবিনাস চন্দ্র ধাম প্রমুখ।
“আলোকিত ত্রিশাল” এর বিষয়ে ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মো. আবু জাফর রিপন বলেন, সমাজ সচেতন মূলক একটি উদ্যোগ। আলোকিত ত্রিশালের মূল ¯েøাগান হলো- বাল্য বিবাহকে না বলি, পরিবেশ পরিচ্ছন্ন রাখি, বেশি করে গাছ লাগাই, সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করি ও মাদকমুক্ত সমাজ গড়ি। তিনি আরও বলেন, আমার অফিসিয়াল কাজের বাহিরে সমাজ সচেতন মূলক এ সকল কর্মকাÐ করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।