পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার ঃ বাংলাদেশ পটেটো এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিপিইএ)-এর নির্বাচনী বোর্ডের কার্যবিবরণী সভা স¤প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ড. শেখ আব্দুল কাদেরকে সভাপতি এবং মোঃ জাকির হোসেনকে মহাসচিব নির্বাচিত করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পটেটো এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিপিইএ) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মুশতাক আহমেদ। সভায় নির্বাচন বোর্ডের সদস্য ড. হারুন অর রশীদ ও নেসার উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পটেটো এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিপিইএ)-এর নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ড. শেখ আব্দুল কাদের, সিনিয়র সহ-সভাপতি সলিমুল হক এশা, সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, মহাসচিব মোঃ জাকির হোসেন, যুগ্ম-মহাসচিব কাজী মুন্নী, সাংগঠনিক সচিব কে. এম মোর্শেদ ও অর্থ-সচিব মোল্লা ফরিদুল ইসলাম কাটার। এছাড়াও সদস্য পদ হিসেবে ১৪ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিতরা আগামী ২০১৬-২০১৮ মেয়াদের জন্য উক্ত সংগঠন পরিচালনা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।