Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গুলশান হামলায় বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের নিন্দা
স্টাফ রিপোর্টার : গুলশানে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গতকাল শনিবার পৃথক বিবৃতিতে তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জঙ্গি ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে গুলশানের পৈশাচিকভাবে হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, হত্যাকারীদের আক্রমণের ধরনই প্রমাণ করেছে, হত্যা করে তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। তারা বলেন, এ হামলা জঙ্গিবাদীদের ঘৃণ্য বর্বর মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ। এ হামলা বাংলাদেশসহ বিশ্বশান্তি ও গণতন্ত্রের ওপর হামলা। গণতন্ত্র-উন্নয়ন-শান্তির ধারাকে ধ্বংস করে ভীতি ও আতঙ্কের মধ্যযুগীয় বর্বরতা কয়েমই এ ঘৃণ্য জঙ্গিবাদী গোষ্ঠীর মূল উদ্দেশ্য। জাসদের এই দুই নেতা জঙ্গিগোষ্ঠীর বর্বর হত্যা-খুনের রাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান জানান।
ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে গুলশান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গুলশানের রেস্তোরাঁয় সংঘটিত জঙ্গি আক্রমণ ও জিম্মি করার ঘটনা মানবতাবিরোধী অপরাধীদের রক্ষায় গুপ্তহত্যা, টার্গেট কিলিংয়ের ধারাবাহিকতায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের আরেকটি বহিঃপ্রকাশ ঘটেছে। জঙ্গি গোষ্ঠীর এই আক্রমণের মধ্য দিয়ে প্রমাণ করেছে, তারা মৌলবাদী সাম্প্রদায়িক সশস্ত্র রাজনীতির মধ্য দিয়ে সরকার ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করতে চায়। উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণের যে নতুন মাত্রা ও টার্গেট করেছে, তার পুনরাবৃত্তি ঘটতে পারে। এই পরিস্থিতি মোকাবিলা করার সর্বোচ্চ উদ্যোগ আমাদের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। ওয়ার্কার্স পার্টির এই দুই নেতা জঙ্গিগোষ্ঠীর এই বর্বর আক্রমণ এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দেশের সব প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় বর্বরোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, একের পর এক গুপ্তহত্যা দেশি-বিদেশি চক্রান্তেরই অংশ। নেতারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জঙ্গিবাদবিরোধী জাতীয় গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সব মহল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। সভায় নেতারা দেশের এই সংকটকালে অন্যান্য গণতান্ত্রিক-প্রগতিশীল দল, গণসংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণজাগরণ গড়ে তোলার কাজকে অগ্রসর করে নেয়ার জন্য সিপিবির কর্মীদের প্রতি আহ্বান জানান।
এদিকে গুলশানে বর্বর জঙ্গি হামলা ও জিম্মি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী ওলামা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল আজাদী ও সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন। নেতৃদ্বয় বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মেনে নেয়া যায় না। যেকোনো মূল্যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে জঙ্গি সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করতে হবে। এজন্য জঙ্গিবাদের বিরুদ্ধে পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। একই উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বাধীনতার ৪৫ বছরের ইতিহাসে বাংলাদেশে এ ধরনের কলঙ্কজনক ঘটনা এই প্রথম। মুক্তিযোদ্ধাদের অর্জিত বাংলাদেশকে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টায় লিপ্ত। এই অপশক্তি একের পর এক গুপ্তহত্যা চালিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরও ষড়যন্ত্র করছে। গতরাতের ঘটনাটিও এরই ধারাবহিকতায় সংঘটিত হয়েছে। দেশকে জঙ্গি-সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃদ্বয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ