Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক সঙ্কটের সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা : এম. সাখাওয়াত

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: দেশের চলমান জঙ্গি হামলা নিরসনে সব রাজনৈতিক দলের এক টেবিলে বসা উচিত বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে জঙ্গিরা। গতকাল শনিবার এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে আলোচনা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল আরও শক্ত হতো। তারা অপরাধী ধরতে আরো বেশি উৎসাহ পেতো। এই ঘটনা অন্য কোনো দেশে হলে সরকারি দল ও বিরোধী রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে করণীয় ঠিক করতো। দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে সেটি হচ্ছে না।
সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা বলেন, এই ঘটনা বাংলাদেশে প্রথম। এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত ঘটনা। এখানে যথেষ্ট নিরাপত্তা সংকট ছিল। কারণ সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করে। এটা কীভাবে সম্ভব হল?
সম্প্রতি দেশে জঙ্গি হামলা বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের সন্ত্রাসী হামলা হলো, কেন এমন হামলা হচ্ছে? জবাবে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, দেশে যে একটা সমস্যা আছে সেটিই তো সরকার স্বীকার করে না। রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে এসব সন্ত্রাসী হামলা করছে। কারণ, সরকার আসল হোতাদের না ধরে এ সব হামলাকে রাজনৈতিক রঙ দিচ্ছে। এর সুযোগ নিচ্ছে জঙ্গিরা। এ কারণে রাজনৈতিক সংকট সমাধান জরুরি।
রেস্তোরাঁয় নিহত-আহতদের বিষয়ে সাখাওয়াত বলেন, এই অভিযানটি ছিল অত্যন্ত কঠিন। কারণ, সন্ত্রাসী হামলায় সবাইকে বাঁচানো কঠিন। বাঁচানোর বিষয়টি আসতো যদি জিম্মিদের বিনিময়ে কোনো কিছু সন্ত্রাসীরা চাইতো। যেহেতু এখানে বিনিময় ছিল না, তাই সবাইকে বাঁচানো অসম্ভব ছিল। তারপরেও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এটি আমাদের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বড় সাফল্য।
হামলার নতুন নতুন ডায়মেনশন দেখা যাচ্ছে, জঙ্গিরা কী এতোটাই প্রশিক্ষিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিপুল অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে? জবাবে সাবেক এম. সাখাওয়াত বলেন, জঙ্গিরা তো অবশ্যই প্রশিক্ষিত। তারা হামলায় নতুন ডায়মেনশন আনছে। এসব মোকাবেলায় জঙ্গিদের হোতাদের ধরতে হবে। আর্টিজানের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দেখতে হবে কেন এই হামলা, কারা এর সঙ্গে জড়িত। পুরো ঘটনাকে সুষ্ঠুভাবে তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে। কারণ, এই তথ্য দেশবাসীর জানার অধিকার রয়েছে, যেমনটি আজ সেনাবাহিনী করেছে।
এই হামলায় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, ২০ জন বিদেশি নিহত হলো। আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিক্রিয়া তো অবশ্যই হবে। রপ্তানি ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে। গার্মেন্টস খাতও এর শিকার হতে পারে। আমাদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিদেশিরা নতুন করে ভাবতে পারে। সবচেয়ে বড় প্রভাব পড়বে পর্যটনে। সবকিছু মিলিয়ে বিদেশে বাংলাদেশের এক নেতিবাচক ভাবমর্যাদা গড়ে উঠবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনৈতিক সঙ্কটের সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা : এম. সাখাওয়াত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ