পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : ভুটানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ। গতকাল শনিবার থিম্পুতে ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এ আগ্রহের কথা জানান বলে তার প্রেস সচিব মো: জয়নাল আবেদিন অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ভুটানের রাজার আমন্ত্রণে চার দিনের সফরে গত শুক্রবার থিম্পু পৌঁছান প্রেসিডেন্ট। গত শনিবার সকালে থিম্পুর রাজ কার্যালয় তাশিছো জং-এ দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে দুই দেশের অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপ্রধানরা, বলেন জয়নাল আবেদিন। তিনি জানান, ভুটানের রাজা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন। রাজা এ সময় দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎপর্বে প্রেসিডেন্ট আবদুল হামিদ ১৯৭১ সালে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন দেয়ার জন্য ভুটানের রাজা ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভুটানের রাজা ও রানীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তাদের সন্তান রয়্যাল প্রিন্স জিগমে নামগায়েল ওয়াংচুকের মঙ্গল কামনা করেন। এ সময় ভুটানের রানী জেতসান পেমা ও প্রেসিডেন্ট হামিদের স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রেসিডেন্ট ও তার স্ত্রী তাশিছো জং-এ পৌঁছলে ভুটানের রয়্যাল অ্যাকাডেমি অব পারফরমিং আর্টসের সদস্যরা ঐতিহ্যবাহী ‘ছিপড্রেল’ শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানান। রয়্যাল ভুটান আর্মি, রয়্যাল বডিগার্ড ও রয়্যাল ভুটান পুলিশ রাষ্ট্রপতি হামিদকে গার্ড অব অনার দেয়। এসময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।