পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহান আল্লাহ এবং ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করার দায়ে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা রাসেল মিয়া বাদী হয়ে গতকাল সোমবার ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করেন। সিএমএম রাজেশ চৌধুরী মামলাটি আমলে নিয়ে আগামি ৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
এর আগে গত রোববার একই অভিযোগে রিতা দেওয়ানের বিরুদ্ধে আরেকটি মামলা হয় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে ওই মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. ইমরুল হাসান।
গতকালের মামলায় রাসেল মিয়া আর্জিতে বলেন, গত ৩১ জানুয়ারি ফেসবুক ও ইউটিউবে তিনি দেখতে পান, রিতা দেওয়ান একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যার মাধ্যমে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে বিনষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, সজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে তিনি এমন আচরণ করেছেন। এটি আমিসহ সাধারণ মানুষের অনুভূতিতে কঠোরভাবে আঘাত হেনেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।