Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ২:৪৩ পিএম

সিটি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‍আজ (রোববার) হরতালে সাড়া না দিয়ে জনগণ বিএনপির অভিযোগগুলোও প্রত্যাখ্যান করেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

২৫ শতাংশ ভোট পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার ভোট তিন কারণে কম পড়েছে। প্রথমত টানা তিনদিন ছুটির কারণে অনেকে গ্রামে চলে গেছেন। দ্বিতীয়ত বিএনপি ইভিএম নিয়ে ভুল ধারণা মানুষের মাঝে ছড়িয়েছে, তারা নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নেওয়ায় অনেকে ভোট দিতে আসেনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনগুলোতে গড়পড়তা ২৪ থেকে ৩০ শতাংশ ভোট প্রদানের নজীর। সে তুলনায় আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ শতাংশ ভোট প্রদানকে ভালো বলতেই হবে।

তথ্যমন্ত্রী বলেন, সমস্ত বিচারে ঢাকা শহর এবং স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ