পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক
রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়াদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মালিহা। জিম্মি হওয়ার পরপরই তিনি তার বাবার কাছে ফোন করে বাঁচার আকুতি জানান। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে জিম্মি মালিহার বাবা বোরহান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, ইফতারের কিছুক্ষণ পরই মেয়ে আমাকে ফোন করে বলে, ‘বাবা আমরা বিপদে, আমাদের বাঁচাও।’ এরপরই বোরহান বাসা থেকে নেমে রাস্তায় চলে আসেন। তাদের বাসা রেস্টুরেন্টের অপর পাশেই বলে জানান তিনি। এ সময় পাশে থাকা মালিহার মা কান্নায় ভেঙে পড়েন।
তিনি আরো বলেন, বিকেলের দিকে মালিহা তার ৪/৫ জন বান্ধবীকে নিয়ে ওই রেস্টুরেন্টে খেতে যায়। ফোনে মালিহা জানিয়েছে ভেতরে অস্ত্রধারীরা সবাইকে জিম্মি করে ঘুরে বেড়াচ্ছে। তবে ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না তা মালিহা জানাতে পারেননি।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক আরেক স্বজন বলেন, আমার খুব কাছের একজন ভেতরে আটকে রয়েছে। ফোনে সে আমাকে জানিয়েছে ভেতরে সবাইকে জিম্মি করে রাখা হয়েছে। এক বিশেষ কারণে আমি তার নাম বলতে পারছি না বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।