পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, গত রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ে কোন অসুবিধা হয়নি, এবারও অসুবিধা হবে না। সরবরাহ ঠিক থাকলে কেউ সিন্ডিকেট করতে পারবেনা। তার পরেও যদি কেউ সিন্ডিকেট করার চেষ্টা করে সেটি কঠোরভাবে দমন করা হবে।
তিনি আজ শুক্রবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা ডালিয়া, জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক এ্যডভোকেট রেজাউল করিম রাজু, আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকএমপি, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননসহ প্রমূখ।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অহংকার ছাত্রলীগ। তাদেরকে সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। কোন ধরনের টেন্ডাববাজি অপরাধমুলক কর্মকান্ডে জড়ানো যাবে না। পড়াশুনার পাশাপাশি সরকারের সব উন্নয়ন কার্যক্রম ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে।
করোনা ভাইরাস নিয়ে আপাতত ব্যবসা-বাণিজ্যে প্রভাব এর কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, চায়নাতে যারা আছেন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত আমাদের দেশে করোনা ভাইরাস এর কোনো রোগী শনাক্ত হয়নি। যদি কখনো হয় তখন সেটিকে মোকাবেলা করা হবে। এ জন্য সমস্ত প্রস্তুতিও নেয়া আছে।
মন্ত্রী আরও বলেন, রমজান উপলক্ষে ১৫ দিন আগে থেকেই ৩০ হাজার টন তেলসহ ছোলা, পেঁয়াজ ও প্রয়োজনীয় নিত্যপণ্য পাঁচ থেকে সাত গুণ মজুদ রাখা হবে। রমজানে কেউ পন্য নিয়ে সিন্ডিকেট করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে। যদি কেউ সিন্ডিকেট করে দাম বৃদ্ধির চেষ্টা করে তা কঠোরভাবে দমন করা হবে। এর আগে তিনি নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।