Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৮ জনকে নিয়োগ দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ১২:১১ এএম

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ ও ৩৫তম পরীক্ষায় উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত ২৮ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের ৬০ দিনের মধ্যে ওই দুই বিসিএসে উত্তীর্ণ অন্যদের নিয়োগ তারিখে এই ২৮ জনকেও নিয়োগের নির্দেশ দেন আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন, আব্দুস সাত্তার পালোয়ান ও মো. ছিদ্দিক উল্যাহ মিয়া। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। পরে অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান বলেন, সুপারিশ করার পরেও তাদের নিয়োগ না দেয়ার মূল কারণ হচ্ছে তাদের চাকরির বয়সসীমা পার করে দেয়া। আদালত রুল যথাযথ ঘোষণা করে তাদের নিয়োগ দিতে বলেছেন। যে সময়ে আবেদনকারীদের সঙ্গে অন্যরা নিয়োগ পেয়েছেন, সেই তারিখে তাদেরও নিয়োগ দিতে হবে। আর এটা করতে হবে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে।’ এর আগে ৩৪তম ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না পেয়ে ওই ২৮ প্রার্থী হাইকোর্টে পৃথক তিনটি রিট দায়ের করেন। এসব রিটের শুনানি নিয়ে সুপারিশকৃত আবেদনকারীদের নিয়োগ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তাদের নিয়োগ দিতে ও গেজেটে নাম প্রকাশ করার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। শুনানি শেষে এসব রুল যথাযথ ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ