Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিকল্পনা নিয়ে কাজ করার তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ৬:০৬ পিএম | আপডেট : ৮:৪২ পিএম, ২৬ জানুয়ারি, ২০২০

সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কাজ করলে যে কোনো ধরনের সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। হুট করেই একটা করে ফেললাম এমন কিছু করতে চাওয়াটা ঠিক হবে না বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, যে কোনো কাজ নিয়ে সমালোচনা করা যাবে, আলোচনা করা যাবে, এতে কোনো সমস্যা নেই।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক সময় বলা হতো পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমাদের স্বাধীনতা অর্জন করার সময় মাথাপিছু আয় ছিল ৫০-৬০ ডলার। সেখান থেকে এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় ২০০০ ডলারে উন্নীত হয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে। এক সময় এ বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী খুবই দক্ষ এবং পরিশ্রমী। আপনারা সবাই পাশে থাকবেন সবাই মিলে কাজ করবেন। ইনশাআল্লাহ উন্নত ও স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থানীয় সরকার মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ