Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ

কাইয়ুমের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমের বিরুদ্ধে ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার চার্জশিট দায়েরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর বিএনপির বাড্ডা, ভাটারা ও রামপুরা থানার নেতাকর্মীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়। বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বিএনিপর সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসিচব মোয়ােজ্জম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আযাদ নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা ঘোষণাা করেন। এছাড়া অন্যেদরে মধ্যে বাড্ডা থানা বিএনপিসাধারণ সম্পাদক এজিএম শামসুল হক শামসু উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হত্যা, গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে সরকার নিজেই সারাদেশে এক চরম অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে। সেদিক থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য এম এ কাইয়ুমের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। অবিলম্বে এম এ কাইয়ুমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পুলিশের দেয়া চার্জশিট প্রত্যাহারের দাবি জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ