পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হত্যাকান্ড বন্ধ হয়নি। তারা ধারাবাহিক ভাবে বাংলাদেশীদের হত্যা করেই চলছে। সম্প্রতি একদিনে দুই সীমান্তে ৬ বাংলাদেশী হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, ‘সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রæতি দিয়ে ভারত রক্ষা করেনি। দিল্লিকে সীমান্ত হত্যার বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হবে’।
সীমান্ত হত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদ চলছেই। অথচ সীমান্ত হত্যা নিয়ে উল্টো কথা শোনালের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘সীমান্তে বিএসএফের হাতে কেউ মার গেলে দায় সরকার নেবে না। সীমান্তে গরু পাচারের জন্য কোনো বিট খাটালের অনুমোদন সরকার দেয়নি। গরু আনতে অবৈধভাবে কেউ সীমান্ত রেখা অতিক্রম করে বিএসএফের গুলিতে মারা গেলে তার দায়ও সরকার নেবে না।’
গতকাল শনিবার রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘রাজশাহীসহ অনেক সীমান্তে অবৈধ খাটাল গড়ে উঠেছে। সুবিধাবাদী একটি চক্র এই খাটাল তৈরি করেছে। এগুলো তৈরিতে আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারের কোনো অনুমতি নেই। সরকার খাটালগুলো বন্ধে পদক্ষেপ নিচ্ছে।’
দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৭৩ বছরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মনসুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হোসেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় বইছে। কেউ কেউ বলছেন, এই মন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষের নাকি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মুখপাত্রের ভূমিকা পালন করছেন?
কেউ বলছেন, সীমান্তে অবৈধ খাটাল বন্ধের দায়িত্ব সরকারের নাকি জনগণের? কেউ লিখেছেন, দেশে যেমন জনগণের ভোট ছাড়াই গভীর রাতে আজব নির্বাচন হয়; তেমনি ভিনদেশী চেতনার আজব মন্ত্রী! অবশ্য বেশির ভাগ মানুষ লিখেছেন, মন্ত্রীর বক্তব্য অবাক কান্ড! ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।