Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছয় মাসে হিন্দু সম্প্রদায়ের ৫ জন খুন : আসক

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হিন্দু সম্প্রদায়ের পাঁচজনকে হত্যা করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে একজনকে। আইন ও সালিশ কেন্দ্রের ‘মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে’ একথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পঞ্চগড়, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ ও পাবনায় সংঘটিত এসব ঘটনায় খুন হয়েছেন মঠের অধ্যক্ষ, সাধু, দরজি, পুরোহিত ও সেবায়েত। এছাড়া মাদারীপুরে একজন হিন্দু কলেজ-শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এই ছয় মাসে হিন্দু সম্প্রদায়ের ৬৬টি বাসস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ৪৯টি প্রতিমা, পূজাম-প, মন্দির ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাগুলোতে ২৪ জন আহত হয়েছেন।  
প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন ৬২। এর মধ্যে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে ২৪ জন এবং পুলিশের ক্রসফায়ারে ৩০ জন নিহত হয়েছেন। ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছেন সাতজন। আর বিজিবির ক্রসফায়ারে একজন নিহত হয়েছেন। ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন মোট ১৭ জন। বিভিন্ন বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে ৫০টি। এর মধ্যে দু’জন ফেরত এসেছেন। আর লাশ পাওয়া গেছে ছয়জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছয় মাসে হিন্দু সম্প্রদায়ের ৫ জন খুন : আসক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ