Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট ডাকাতি করতে এল হাত কেটে দিবেন -আ স ম আব্দুর রব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ৭:৫২ পিএম

সিটি নির্বাচনে নাগরিকদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, এবার আপনাদের ভোট দিতে আসতেই হবে। আপনার ভোটাধিকার আপনাকেই রক্ষা করতে হবে। আর কেউ ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবেন।

সোমবার দুপুরে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, ১ তারিখে ভোটের লড়াই হবে, ভোটের যুদ্ধ হবে। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করবেন। যদি ১ তারিখে ভোট হয়, আপনারা যদি ভোট দিতে পারেন, তাবিথ আউয়াল নির্বাচিত হবে।

নাগরিকদের সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের মুক্তি হবে উল্লেখ করে জেএসডি সভাপতি বলেন, ১ তারিখের লড়াই গণতন্ত্রের লড়াই। আপনাদের একটা ভোট খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, হাজার হাজার কর্মীকে জেল থেকে মুক্ত করার জন্য, লাখ লাখ মামলা প্রত্যাহারে সহযোগিতা করবে। ১ তারিখে আসবেন, ভোট দেবেন। সবাইকে শক্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ