Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ছবকের প্রয়োজন নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্র মাঝে মাঝে এটা করেন সেটা করেন বলে ছবক দেয়। তাদের এই ছবকের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল বুধবার রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ছবক দিতে আসে। আমি বলি তোমাদের ছবকের প্রয়োজন নেই। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ। হত্যাকা- কে করছে, কারা করছে কোনো তথ্য থাকলে আমাদের দাও। কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমরা জানি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদের অবস্থান অনেক ভালো। তাদের একসঙ্গে ৫০ জন মেরে ফেলা হয়। সব হত্যাকা- একই সূত্রে গাঁথা জানিয়ে তিনি বলেন, বিভিন্নভাবে অভিনব কায়দায় এসব হত্যাকা- চালানো হচ্ছে, যা সবই একই সূত্রে গাঁথা।
বাংলাদেশে কোনো জঙ্গি, সন্ত্রাসীকে ঘাঁটি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। তারা সবাইকে আপন করে নেয়। দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশ উন্নয়নের রোল মডেল হচ্ছে ঠিক সেই সময় একের পর এক বাধাগুলো আসছে। তারা যখন উপলদ্ধি করতে পেরেছে তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এদেশে তাদের রাজনীতি চলবে না। ঠিক তখনই তারা এ ধরনের সন্ত্রাসী কায়দায় হত্যার আশ্রয় নিচ্ছে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মো. আব্দুর রশীদ (অব.)। উপস্থিত ছিলেন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, আইডিইবির সভাপতি এম.এ হামিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের ছবকের প্রয়োজন নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ